- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২২ | ৯:১১ অপরাহ্ণ
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ীর বারাইহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বুধবার বিকেলে একটি বাস বগুড়া মেইলবাস ফুলবাড়ী থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বারাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক যাত্রীবাহী বাসটিকে ওভারটেক করার সময় বাসের পেছনের দিকে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী ওই বাসের পেছনের ছিটে থাকা অজ্ঞাত ১৮ বছর বয়সী এক বাসযাত্রী ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। বাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া শনাক্তে চেষ্টা চলছে।