• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাইডেনের ভাই–বোনসহ ২০০ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

    বাইডেনের ভাই–বোনসহ ২০০ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ নভেম্বর ২০২২ | ২:২০ অপরাহ্ণ

    এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই–বোনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাইডেনের বোন ও রাজনৈতিক কৌশলবিদ ভ্যালেরি বাইডেন ওয়েনস ও তার ভাই জেমস ব্রায়ান বাইডেন ও ফ্রান্সিস ইউলিয়াম বাইডেনসহ মোট ২০০ মার্কিনির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, যে ২০০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না।

    রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের নামেও। কারিন প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    দীর্ঘ আট মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এই অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এর জবাবে রাশিয়াও পশ্চিমা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০