- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২২ | ২:৩৭ অপরাহ্ণ
সামান্থা রুথ প্রভুর ‘যশোদা’ ছবিটি মুক্তির দুই দিনে আয় করেছে ১১ কোটি রুপি। তেলেগু থ্রিলার এই ছবিতে দুর্দান্ত অভিনয় ও অ্যাকশনের জন্য প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য কঠোর প্রস্তুতি নিতে হয়েছে সামান্থাকে। নিতে হয়েছে প্রশিক্ষণ। সামান্থা সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল। চলচ্চিত্রপ্রেমীরা সামান্থার অধ্যাবসায় ও কঠোর পরিশ্রম করার মানসিকতার জন্য প্রশংসা করছেন।
কয়েক মাস আগে মায়োসিটিসে আক্রান্ত হন সামান্থা। এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। বিরল এই রোগের সঙ্গে লড়াই চলছে তার। মায়োসিটিস থেকে সুস্থ হতে হাই ডোজের স্টেরয়েড থেরাপিও নিতে হয়েছে সামান্থাকে। এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ‘যশোদা’ ছবিটি।