• আজ সোমবার
    • ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই সফর ১৪৪৭ হিজরি

    শেখ হাসিনা কী পালান? উল্টো দেশে আসেন : কৃষিমন্ত্রী

    শেখ হাসিনা কী পালান? উল্টো দেশে আসেন : কৃষিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২২ | ৬:৩৭ অপরাহ্ণ

    কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তারা (বিএনপি) বলছেন, সরকারের পতন ঘটাবেন, শেখ হাসিনা পালানোর জায়গা পাবেন না, পালানোর রাস্তাও পাবেন না। শেখ হাসিনা কী পালান? উল্টো দেশে আসেন।’

    তিনি বলেন, ‘যখন তত্ত্বাবধায়ক সরকার তাকে (শেখ হাসিনা) আসতে দেবে না, কীভাবে আমরা চাপ দিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের নেত্রী দেশে ফিরে আসছেন। বঙ্গবন্ধুও কোনো দিন এ দেশ থেকে পালিয়ে যাননি।’

    আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে ডব্লিউএফপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

    আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতিদিন তারা বলছেন, শেখ হাসিনা পালানোর রাস্তা পাবে না। সরকারের কেউ পালাবেন না। জনগণই সিদ্ধান্ত নেবেন এবং ইনশাআল্লাহ জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে যত হুমকি আসুক, তা আমরা মোকাবিলা করবো।’

    বিএনপির গণসমাবেশে লোক ঠেকানোর জন্য পরিবহন ধর্মঘট সরকার দিচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। এ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা তো বলি না। এখন বাসের যারা মালিক, যারা হরতাল দেন, এগুলো তো প্রাইভেট, ১০০ শতাংশই প্রাইভেট। কাজেই তারা হরতাল করলে বা ধর্মঘট করলে তাদের কাছ থেকেই জবাব নিতে হবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

    সরকারের মন্ত্রীরা ১০ ডিসেম্বরকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ওইদিন ঢাকায় ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা সরকার। আমাদের দায়িত্ব হলো দেশবাসীকে, সব শ্রেণি-পেশার মানুষের শান্তি নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া।’

    তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল, অনেক দক্ষ। তারা সক্ষমতা অর্জন করেছে, দিয়েছি আমরা। সংখ্যায়ও তারা অনেক বেশি। তারা এটা করবে। তার সঙ্গে আমরা যারা রাজনৈতিক কর্মী বা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের দায়িত্ব সরকারকে সমর্থন করা। সেটিই আমরা বলি।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১