• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    টঙ্গীর তুরাগ নদীর তীরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

    টঙ্গীর তুরাগ নদীর তীরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ ডিসেম্বর ২০২২ | ২:৫০ অপরাহ্ণ

    দুই বছর বন্ধের পর শুক্রবার (২ ডিসেম্বর) থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জোড় ইজতেমা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হাজারও ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় উপস্থিত হয়েছেন।

    বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন।

    বয়ান ও আলোচনার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় জোড় ইজতেমা। মূল ইজতেমার পূর্ব প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এ ইজতেমায় এক থেকে তিন চিল্লা সমাপ্তকারী মুসল্লিরাই অংশ নিয়ে থাকেন।

    ইজতেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত দিতে বেড়িয়ে যাবেন। পরে ফিরে এসে মূল ইজতেমায় যোগদান করবেন তারা।

    প্রশাসন থেকে ইজতেমায় আগত মুসল্লিদের জন্য দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী আব্দুর নূর বলেন, আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে তিনদিনের জোড় ইজতেমা টঙ্গীর মাঠে শুরু হয়েছে। আগামীকাল রবিবার (৪ ডিসেম্বর) মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১