- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২২ | ৪:০৭ অপরাহ্ণ
বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহি কাতার বিশ্বকাপের সমাপনী আসর মাতাবেন। এতে নোরার সঙ্গে মন মাতানো নৃত্যে অংশ নেবেন রহমা রিয়াদ, বালকিস এবং মানাল। ভারতীয় গণমাধ্যম জি-নিউজের সংবাদে জানা গেছে, ‘লাইট দ্য স্কাই’ গানের নৃত্যে তারা ফুটবলপ্রেমীদের মন জয় করবেন।
ফিফার সূত্রে জানা গেছে, আজ (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনাল আসর শুরু হবে কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। তবে কখন সমাপনী অনুষ্ঠান শুরু হবে এবং কত সময় ধরে চলবে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি।
কিন্তু এই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করবে, তার তালিকা ফিফা প্রকাশ করেছে। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, এতে বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিওচিত্র প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো ও আইশা। আশা করা হচ্ছে বিশ্বকাপের সমাপনী মঞ্চে নোরার নৃত্য দর্শকদের মন জয় করবে।