• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার

    বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২২ | ২:০২ অপরাহ্ণ

    নতুন হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ইউক্রেন। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন এ কথা জানিয়েছেন।

    তিনি বলেছেন, বেলারুশ সীমান্তে সশস্ত্র বাহিনী ও সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে।

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করতে মিনস্ক সফরে গেছেন তখন কিয়েভের পক্ষ থেকে এ ঘোষণা এল।
    ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর প্রেসিডেন্ট লুকাশেঙ্কো একবার মস্কো সফরে গেলেও প্রেসিডেন্ট পুতিন প্রায় সাড়ে তিন বছর পর মিনস্ক সফর করছেন। রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের সীমান্ত রয়েছে।

    প্রেসিডেন্ট পুতিনের মিনস্ক সফরের আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে, বেলারুশে মোতায়েন রুশ সেনারা স্বাগতিক দেশের সঙ্গে যৌথ মহড়া চালাতে পারে। এ সম্পর্কে ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলারুশের সঙ্গে পুরো সীমান্তজুড়ে আমরা আমাদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করছি।

    চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এতে এখনও পর্যন্ত সরাসরি অংশ নেয়নি বেলারুশ। তবে এই অভিযানে সহযোগিতা করার জন্য মিনস্কের ওপর মস্কোর চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন আশঙ্কা করছে, বেলারুশে মোতায়েন রুশ সেনারা যেকোনও সময় ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে।

    অবশ্য বেলারুশ থেকে ইউক্রেনে সম্ভাব্য আগ্রাসনের ধারণাকে ‘সম্পূর্ণ অর্থহীন, ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১