• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দলের ব্যর্থতার জন্য বহিষ্কার হলেন রমিজ রাজা

    দলের ব্যর্থতার জন্য বহিষ্কার হলেন রমিজ রাজা

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২২ | ৬:০২ অপরাহ্ণ

    সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এই নিয়ে দুইবার নিজেদের মাঠে ইংলিশদের কাছে সিরিজ হারতে হল বাবর আজমদের। অপরদিকে টুর্নামেন্টের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজেও পাকিস্তানের এই ব্যর্থতার পর বহিষ্কার হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজা। দলের ব্যর্থতার জন্য বোর্ড প্রধানকে সরিয়ে দেওয়ার নজির সেভাবে নেই। তবে সেটাই এবার হল পাকিস্তানে।

    এছাড়া কোনও ম্যাচ জিতলে সবার আগে আসেন রমিজ রাজা, কিন্তু দল হারলে তাঁকে দেখা যায় না। যার ফলে এটাই এবার তাঁর বিপক্ষে গেল। এবং তার বদলে দায়িত্বে এসেছেন নাজাফ শেঠি। তবে এর আগেও নাজাফ বোর্ডের প্রধান ছিল।

    অপরদিকে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম ম্যাচে বিতর্কে এসেছিল পিচ। আইসিসির তালিকায় করাচির পিচ নিম্নমানের আখ্যা পেয়েছিল। এই ঘটনার পর রমিজ রাজা পিচের পক্ষে কথা বলেছিলেন। টেস্ট ম্যাচের মানের পিচ না হওয়ায় যেখানে বিশ্বজুড়ে নিন্দা করা হচ্ছে সেই সময় রমিজ রাজার করাচি পিচের পক্ষে কথা বলেছিলেন। যা মোটেই ভালোভাবে নেয়নি কেউ। এছড়া পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের অপসারণের পর রমিজ রাজার সরে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। অবশেষ সেটাই হল।

    অন্যদিকে ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব নেওয়ার পর পিসিবি পদ থেকে সরে দাঁড়ান নাজাফ শেঠি। এছাড়া পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে শোনা গিয়েছিল ইমরান খানের জন্যই তাঁকে সরতে হয়েছিল। এরপর দায়িত্বে আসেন রমিজ রাজা। এখানে কিছুটা স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছিল তাকে নিয়ে। অপরদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরে যেতে হয়েছে ইমরান খানকে। তারপর থেকেই রামিজ রাজার উপর চাপ বাড়ছিল। সেই তালিকায় শেষে যোগ হয়েছে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়।

    সাম্প্রতিক সময়ে পাকিস্তান দল দিশেহারা। এশিয়া কাপ ও টি-টোয়োনেটি বিশ্বকাপে ফাইনালে হারতে হয়েছে পাকিস্তানকে। যার ফলে রমিজ রাজাকে বহিষ্কার করে পিসিবির সাবেক প্রধান নাজাফ শেঠিকে পুনরায় বসানো হয়েছে তাঁর পুরনো পদে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০