• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের বিকল্প নেই: ভারত

    ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের বিকল্প নেই: ভারত

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২২ | ৪:৫০ অপরাহ্ণ

    দ্বি-রাষ্ট্র সমাধানের কোনো বিকল্প ইজরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তির নিশ্চয়তা দিতে পারে না উল্লেখ করে ভারত বলেছে যে, সরাসরি আলোচনাই শান্তির একমাত্র পথ।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তির নিশ্চয়তা দিতে দুই-রাষ্ট্র সমাধানের বিকল্প নেই এবং সরাসরি আলোচনাই একমাত্র পথ যা আমাদের সেখানে নিয়ে যেতে পারে। ভারত ধারাবাহিকভাবে সব সহিংসতার বিরুদ্ধে কথা বলেছে।’

    কাম্বোজ পুনর্ব্যক্ত করেছেন যে, ভারত পশ্চিম তীর, জেরুজালেম নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সহিংস হামলা এবং বেসামরিক লোকদের হত্যা অনেক ফিলিস্তিনি এবং ইসরায়েলি জীবন কেড়ে নিয়েছে।

    মধ্যপ্রাচ্য বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিফিংকালে তিনি বলেন, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কাজও অব্যাহত রয়েছে।

    ভারতের প্রতিনিধি বলেন, ‘একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের চেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার জন্য এই কাউন্সিলের দ্বারা রেজোলিউশন ২৩২৪ গৃহীত হয়েছিল। এতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা রোধ করার জন্য পক্ষগুলোকে আহ্বান জানানো হয়।’

    নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা, সেইসাথে উস্কানি ও ধ্বংসের সমস্ত কাজ প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১