- আজ সোমবার
- ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ
মিশন হেক্সা পূরনের লক্ষ্যে কাতার বিশ্বকাপে নেমেছিল ব্রাজিলের পোস্টারবয় নেইমার জুনিয়র। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ষষ্ঠ বারের মত বিশ্বকাপ শিরোপা আনতে ব্যর্থ পিএসজির এই তারকা। এছাড়া সাবেক এই বার্সা তারকা বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। এবার নতুন করে আলোচনায় ৩০ বছর বয়সী এই তারকা। শেষ বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি ব্রেকআপের রেশ শেষ না হতেই নেটিজেনদের গুঞ্জন, আবারও প্রেমে মজেছেন সাবেক ফরোয়ার্ড।
মার্কার তথ্য অনুসারে, নেইমারের নতুন এই প্রেমিকার নাম জেসিকা তুরিনি। ৩০ বছর বয়সী এই জেসিকা পেশায় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এছাড়া লিঙ্কডিন প্রোফাইল অনুসারে, জেসিকা একজন কনট্যাক্ট ম্যানেজারও।
এদিকে সদ্যসমাপ্ত বিশ্বকাপে নেইমারের সমর্থনে গ্যালারিতেও হাজির ছিলেন ব্রাজিলের এ মডেল। এছাড়া নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নেইমারের টানে এসেছেন প্যারিসেও। ব্রজিলের পোস্টারবয় সঙ্গে ডেটিংইও করেছেন তিনি।
এর আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন নেইমার। যার কিছু সম্পর্ক তিনি প্রকাশ্যে এনেছে, আর কিছু সম্পর্ক তৈরি করেছে একাধিক বিতর্ক। এছাড়া একাধিক প্লে বয় মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন নেইমার।