• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    কুমিল্লা ছেড়ে গেলেন তিন বিদেশি ক্রিকেটার, আসছেন হাসান আলি

    কুমিল্লা ছেড়ে গেলেন তিন বিদেশি ক্রিকেটার, আসছেন হাসান আলি

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জানুয়ারি ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ

    কুমিল্লা ভিক্টোরয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার ডেভিড মালান, মোহাম্মদ নবি ও ফজল হক ফারুকি চলে গেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিডিয়া ম্যানেজার খান নয়ন জানিয়েছেন, তারা তিনজনই আবুধাবিতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন। তাদের পরিবর্তে পাকিস্তানি পেসার হাসান আলি ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়াল্টন খুব শিগগিরই কুমিল্লার হয়ে খেলতে আসবেন।

    বলে রাখা ভালো, দুই আফগান মোহাম্মদ নবি ও ফজল হক ফারুবি এবং ইংলিশ ডেভিড মালান কুমিল্লার হয়ে দুটি ম্যাচেই অংশ নিয়েছেন; কিন্তু কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।

    ইংলিশ মিডল অর্ডার ডেডিড মালান ২ ম্যাচে অংশ নিয়ে করেছেন মোটে (৩৯ বলে ৩৭ আর ৯ বলে ১৭) ৪৬ রান। অফস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবির পারফরমেন্সও প্রত্যাশিত মানে পৌঁছেনি। দুই ম্যাচে (৭ বলে ৮ আর ৪ বলে ৫) নবির সংগ্রহ ছিল সাকুল্যে ১৩ রান।

    পেসার ফজল হক ফারুকি ২ ম্যাচে পেয়েছেন একটি মাত্র উইকেট। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৮ রানে পান ১ উইকেট। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৩.৪ ওভার করে ফারুকি ২৮ রানে ছিলেন উইকেটশূন্য। মোহাম্মদ নবি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ২ ওভারে দেন ৩০ রান।

    তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে নবির বোলিং স্পেল ছিল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট। এদিকে এই তিন ক্রিকেটার চলে যাওয়ায় কুমিল্লা শিবিরে বিদেশি ক্রিকেটারের সংখ্যা গেল কমে।

    দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পাকিস্তানের পেসার হাসান আলি আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার চ্যাডউইক ওয়াল্টন খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। তাদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। হয়তো চট্টগ্রাম পর্বেই দেখা যাবে দুজনকে। এছড়া লেগব্রেক গুগলি বোলার আবরার আহমেদকে আনার চেষ্টাও চলছে। আসলে এ পাকিস্তানিকেও কুমিল্লার হয়ে খেলতে দেখা যাবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০