• আজ সোমবার
    • ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠালো শ্রীলঙ্কা

    টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠালো শ্রীলঙ্কা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জানুয়ারি ২০২৩ | ২:৩০ অপরাহ্ণ

    প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। অসিদের ১৩০ রানে বেধে রেখে ২ ওভার হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে বড় জয় তুলে নেয় তারা।

    দ্বিতীয় ম্যাচে আজ নারী ক্রিকেটাররা মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কান নারী ক্রিকেটারদের। বেনোনির উইলমোর পার্ক বি ফিল্ডে এই ম্যাচে টস জয় করেছে শ্রীলঙ্কা। টসে জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ভিসমি গুনারত্নে। বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাট করার জন্য।

    এই ম্যাচে জিততে পারলেই সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কারও সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে তারাও জয় পেয়েছিলো। যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছিলো ৭ উইকেটের ব্যবধানে। যুক্তরাষ্ট্রকে ৯৬ রানে থামিয়ে দিয়ে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় তারা। যদিও পয়েন্ট টেবিলে রান রেটের ব্যবধানে বাংলাদেশই এগিয়ে রয়েছে।

    বাংলাদেশ একাদশ

    আফিয়া প্রত্যাশা, মিস্টি সাহা, দিলারা আক্তার (উইকেটরক্ষক), স্বর্ণা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস (অধিনায়ক), মারুফা আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার।

    শ্রীলঙ্কান একাদশ

    দুলাঙ্গা দিশানায়েকে, ভিসমি গুনারত্নে (অধিনায়ক), মানুদি নানাইয়াক্কারা, রেশমি নেত্রাঞ্জলি, সুমুদু নিশানশালা (উইকেটরক্ষক), বিদুষিকা পেরেরা, নেতমি সেনারত্না, রাশমিকা সেওয়ান্দি, ভিহারা সেওয়ান্দি, পামোদা সাইনি, দেওমি ভিহাঙ্গা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১