- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৩ | ১২:৪৩ অপরাহ্ণ
যেমন দুর্ঘটনায় পড়েছিলেন, রিশাভ পান্তের বেঁচে ফেরা আসলে অলৌকিকভাবেই। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটারের অবস্থা কেমন, তা জানতে প্রতি মুহূর্তেই উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন ভক্ত-সমর্থকরা।
অবশেষে দুর্ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন পান্ত। জানালেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। এখন সেরে ওঠার পথে আছেন। শিগগিরই মাঠে ফিরে সতীর্থ-সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন বলেও জানান পান্ত।
সোমবার সন্ধ্যায় পান্ত তার অ্যাকাউন্ট থেকে দুটি টুইট করেছেন। প্রথম টুইটে পান্ত লেখেন, ‘সবরকমের সহযোগিতা এবং শুভেচ্ছার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার যাত্রাটা শুরু হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমি তৈরী। অফুরন্ত সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, জয় শাহ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
প্রথম টুইটের ঠিক ১৪ মিনিট পর পান্তের অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় টুইট ভেসে আসে। সন্ধ্যায় সেই টুইটে ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক এবং ব্যাটার লেখেন, ‘অফুরন্ত ভালোবাসা এবং মনোবল বাড়ানোর জন্য হৃদয় থেকে সকল সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই। মাঠে সকলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভারতের উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন পান্ত। তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বোর্ডকে যে মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতে পান্তের হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরইমধ্যে দুটি ঠিক করা হয়েছে। তৃতীয় লিগামেন্টের ক্ষেত্রে আরও ছয় সপ্তাহ লাগবে।
ফলে ২০২৩ সালে পান্তের পেশাদারি ক্রিকেটে ফেরার সম্ভাবনা কার্যত নেই। আইপিএল খেলার তো সম্ভাবনা নেই-ই। ঘরের মাঠে আগামী অক্টোবর-নভেম্বরে যে ওয়ানডে বিশ্বকাপ হবে, তাতেও সম্ভবত খেলতে পারবেন না তিনি।