- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৩ | ২:১০ অপরাহ্ণ
রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় মো.আশিকুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আশিকুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
নিহতের বাবা এ কে আব্দুল আমিন বলেন, আমার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজির সঙ্গে তার ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।