• আজ সোমবার
    • ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই সফর ১৪৪৭ হিজরি

    বাদ জোহর নয়াপল্টনে বিএনপি নেতা মতিনের জানাজা সম্পন্ন

    বাদ জোহর নয়াপল্টনে বিএনপি নেতা মতিনের জানাজা সম্পন্ন

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জানুয়ারি ২০২৩ | ৬:২৭ অপরাহ্ণ

    ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিনের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা সম্পন্ন হয়।

    জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে দলীয় পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেওয়া হয়।

    জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুম মতিনের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে শোকের দিনেও বলতে হয় গণতন্ত্র পুনরুদ্ধারে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।

    আন্দোলন-সংগ্রামে মতিনের অবদান তুলে ধরে এসময় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

    জানাজায় বিএনপি নেতা আহমেদ আযম খান, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, রিয়াজউদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, রফিক শিকদার, শামীমুর রহমান শামীম, আমিরুজ্জামান খান শিমুল, কৃষকদলের হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, ডা. জাহিদুল কবির জাহিদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন, এসএম জাহাঙ্গীর, আব্দুস সাত্তার, ছাত্রদলের সাবেক নেতা জহিরুল ইসলাম বিপ্লবসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন

    জানাজা শেষে নয়াপলটন থেকে দ্বিতীয় জানাজার জন্য মরহুমের কফিন মোহাম্মদপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

    শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৭ বছর বয়সে মারা যান আতিকুল ইসলাম মতিন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১