- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৩ | ৮:৪৭ অপরাহ্ণ
ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো নেপালে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে আচমকাই কেঁপে ওঠে দেশটির একাধিক অঞ্চল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। এসময় ভূকম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও।
এ তথ্য নিশ্চিত করেছে ভারতের জাতীয় ভূমিকম্প জরিপ কেন্দ্র এনসিএস। বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় নেপালে, রিখটার যা ছিল ৫.৮ মাত্রার। এর কেন্দ্রস্থল ছিল নেপালে উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ১৪৮ কিলোমিটার পূর্বে।
এনসিএস জানিয়েছে, নেপালের সাথে এ কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিরও বেশ কিছু অঞ্চলে।
এরই মধ্যে ভূমিকম্পের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কম্পনের প্রভাবে সিলিং ফ্যানসহ বাড়ির একাধিক আসবাবপত্র কাঁপছে। এক মিনিটেরও বেশি সময় স্থায়ী হয় এ ভূমিকম্প। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।