• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ১০ দফার দাবিতে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করতে চাই: আমিনুল হক

    ১০ দফার দাবিতে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করতে চাই: আমিনুল হক

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ জানুয়ারি ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ

    গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রায় অংশ নিতে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর ২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেন তারা।

    এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিতে বাড্ডায় আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই।

    বাড্ডা থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

    রাজধানীতে চারদিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচি মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এটি ঢাকার মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশ পরিচালনা করছেন সদস্য সচিব আমিনুল হক।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১