- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:০৬ অপরাহ্ণ
গাজীপুরে বালু ভর্তি ট্রাক চাপায় স্কুল গেটেই প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মহানগরের কোনাবাড়ি থানাধীন পারিজাত ইউরিকো এঞ্জেল স্কুল গেট সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, কোনবাড়ি এলাকার ইউরিকো এঞ্জেল স্কুলের শিক্ষার্থী রনি (৮) ছুটি শেষে স্কুলের গেট থেকে বের হওয়ার সময় বালু ভর্তি একটি ট্রাক স্কুলের ভিতরে প্রবেশকালে শিশু শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পরে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রাকের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।