- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:০৭ অপরাহ্ণ
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আজকের কর্মসূচি থেকে ঘোষণা করা হবে আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী গণপদযাত্রার কর্মসূচি।
শনিবার দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল থেকেই ঢাকা মহানগরসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন সমাবেশস্থলে।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ আয়োজনে এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে বিএনপি ঢাকা বিভাগীয় এবং কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখবেন।