• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বিএনপির শোক পালন

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বিএনপির শোক পালন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৯ অপরাহ্ণ

    তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোক পালন করছে বিএনপি। এ জন্য পূর্ব নির্ধারিত বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা স্থগিত করা হয়। একই সঙ্গে ঢাকায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

    বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

    তিনি জানান, পদযাত্রা স্থগিত করা হলেও ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচি ঠিক থাকবে।

    এসব পদযাত্রা করা হবে গ্যাস-বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে।

    প্রিন্স বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লা কমিটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১