• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ১১ ফেব্রুয়ারি সব ইউনিয়নে, ১২ তারিখ ঢাকা উত্তরে বিএনপির পদযাত্রা

    ১১ ফেব্রুয়ারি সব ইউনিয়নে, ১২ তারিখ ঢাকা উত্তরে বিএনপির পদযাত্রা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৪৫ অপরাহ্ণ

    সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা হবে ১১ ফেব্রুয়ারি। আর ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা ১২ ফেব্রুয়ারি।

    বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

    এসব পদযাত্রা করা হবে গ্যাস-বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে।

    প্রিন্স বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লা কমিটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    এর আগে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় পূর্ব নির্ধারিত বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করে বিএনপি। একই সঙ্গে এদিন শোক পালন করে দলটি। এ জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১