- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:১৭ অপরাহ্ণ
প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলু আর নেই। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। মৃত্যুকালে সময় তার বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন তিনি।
পণ্ডিত বিজয় কিচলুর জন্ম ১৯৩০ সালে উত্তরাখণ্ডের আলমোরায়। প্রথমে নাথুরাম শর্মার কাছে তালিম নেন তিনি। তারপর আলিমুদ্দিন দাগরের শিষ্যত্ব গ্রহণ করেন। আগ্রা ঘরানার সংগীতেরও প্রশিক্ষণ নেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী প্রাপ্ত এই শিল্পী।
আইটিসি মিউজিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। প্রায় পঁচিশ বছর সেই অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলেছেন। সংগীত রিসার্চ অ্যাকাডেমিরও প্রতিষ্ঠাতা ছিলেন পণ্ডিত বিজয় কিচলু। বহু নতুন প্রতিভাকে সুযোগ দিয়েছেন তিনি। তাদের প্রশিক্ষণে সাহায্য করেছেন।