- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ
বিএনপি‘র ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। সেই কাফেলাকে আরও বড় করতে হবে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে। জনগণ রাস্তায় নামলেই স্বৈরাচাররা পালিয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। জনগণের ভোটাধিকারের সুযোগ জনগণ পাবে। এর মাধ্যমেই জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়া হবে।
শনিবার বিকেল ৪টার দিকে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা শুরুর পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বিএনপি‘র ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির উদ্দেশ্য তারেক রহমান কিংবা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করা নয়। বিএনপির উদ্দেশ্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, এই অবস্থায় তাদের মাঝে শান্তি ফিরিয়ে দেয়া।
দিনাজপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের ওপর অস্থায়ী পদযাত্রা শুরুর আগ মুহূর্তে সংক্ষিপ্ত সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিতে আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ কচির সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে পদযাত্রার নেতৃত্ব প্রদান করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় বিএনপি জেলা বিএনপির সহ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছিলেন।
বিএনপির দলীয় কার্যালয় থেকে লিলির মোড় ও সদর হাসপাতালের মোড় হয়ে মুন্সিপাড়া মোড় দিয়ে একাডেমিক গলি হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে পদযাত্রা শেষ হয়। এ সময় পদযাত্রায় বিএনপির দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন শ্লোগান দেয়।