- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ
বড় ধাক্কা খেলো লা লিগার টেবিল টপার বার্সেলোনা। ১৫ নম্বর দল আলমেরিয়ার মাঠে খেলতে গিয়ে অপ্রত্যাশিত এক হার দেখলো জাভি হার্নান্দেজের দল।
দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১০ পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু রেলিগেশন জোনের কাছাকাছি থাকা আলমেরিয়ার সঙ্গেই পেরে উঠলো না বার্সা। ১-০ গোলের হার নিয়ে ছাড়লো মাঠ।
ম্যাচের ২৪ মিনিটে বার্সাকে স্তব্ধ করা গোলটি করেন এল বিলাল তৌরে। এতেই লিগে টানা সাত ম্যাচের জয়রথ থামে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ অপরাজিত থাকা দলটিই টানা দুই ম্যাচ হার দেখলো। বৃহস্পতিবার তারা বিদায় নেয় ইউরোপা লিগ থেকে।
পুরো ম্যাচেই বার্সাকে নিষ্প্রাণ দেখা গেছে। বরং ভালো খেলেছে আলমেরিয়া। টার স্টেগান বাধা না দিলে আরও বড় ব্যবধানেই হারতে পারতো বার্সা। লিও বাপতিস্তার দারুণ এক শট ঠেকিয়ে দেন গোলরক্ষক স্টেগান। এছাড়া ফাঁকায় বল পেয়েও মিস করেন রদ্রিগো এলি।