- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ
দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। সাধারণ মানুষ দেশের মালিক। ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবেন, কারা দেশ পরিচালনা করবেন। এজন্য সুষ্ঠু একটি নির্বাচনের দেশবাসী তাকিয়ে আছেন।’
বুধবার (১ মার্চ) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আজকে শূন্যের কোটায়। দেশের মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছেন না। উৎসবের নির্বাচন এখন আতঙ্কের হয়ে পড়েছে। এমন নির্বাচন তো আমরা চাই না।’
ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষ থাকছেন না। ক্ষমতাসীনদের পেশিশক্তির কারণে প্রতিপক্ষ নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছেন না। খুব কমসংখ্যক ভোটার উপস্থিত হচ্ছেন। ফলে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটছে না।’