• আজ শুক্রবার
    • ১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা সফর ১৪৪৭ হিজরি

    ‘এই সরকারের অধীনে গণতন্ত্র, মানুষের অধিকার, সংবাদপত্র নিরাপদ নয়’

    ‘এই সরকারের অধীনে গণতন্ত্র, মানুষের অধিকার, সংবাদপত্র নিরাপদ নয়’

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মার্চ ২০২৩ | ৬:৩২ অপরাহ্ণ

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগ যতই ছলচাতুরি করুক, যতই গল্প বানাক, যতই নির্যাতন করুক, তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ এদেশের জনগণ বুঝতে পেরেছে এই সরকারের অধীনে গণতন্ত্র, মানুষের অধিকার, সংবাদপত্র নিরাপদ নয়।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

    ফারুক বলেন, ‘আওয়ামী লীগ গত ১৪ বছরে ৬২ হাজার কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে। আর একটা ভুয়া মামলা, যে টাকা এখনো ব্যাংকে গচ্ছিত সেই মামলায় খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজ শুধু বেগম জিয়া নয়, সরকার দেশের সকল মানুষকেও বন্দি করে রেখেছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

    আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের গরিব মানুষের খবর আপনারা রাখেন না। আপনারা খবর রাখেন কীভাবে বিদ্যুৎ খাত থেকে চুরি করা যাবে। কীভাবে রিজার্ভের টাকা চুরি করা যাবে। কীভাবে শেয়ার বাজার থেকে চুরি করা যাবে। এদেশের গরিব দুঃখী মানুষ তিনবেলা ভালোভাবে খেতে পারছে না এটা আপনারা খবর রাখেন না।

    বিএনপির এ নেতা বলেন, এ সরকার গণতন্ত্রের সরকার না। এদেশের জনগণের সরকার না। গরিব দুঃখী মানুষের সরকার না। এরা হচ্ছে ভোটচোর সরকার।

    তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১