- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৩ | ৮:৩৩ অপরাহ্ণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সেপটিক ট্যাংকে সংস্কার কাজ করতে গিয়ে খয়রুল ইসলাম (৩৫) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর একজন শ্রমিক আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খয়রুল ইসলাম (৩৫) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়ির-বাড়ি এলাকার অহিদুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জুলফিকার আলীর বাড়ি নির্মাণের কাজ চলছে। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ করা হয়। শনিবার বিকেলে খয়রুল ও এরশাদ সাটারিংয়ের মালামাল খুলতে ট্যাংকিতে নামেন। এ সময় খাইরুলের কোন সাড়া শব্দ না পেয়ে এরশাদ নামতে গিয়ে সেও অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে খায়রুল ইসলাম মারা যায়। এ সময় গুরুতর আহত এরশাদকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য তুহিন মিয়া বলেন, বুড়িমারী স্থল বন্দরের ব্যবসায়ী জুলফিকার আলীর বাড়িতে নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক কাজ করেন। আজ সেপটিক ট্যাংকের সাটারিংয় খুলতে গিয়ে বিষাক্ত হয়ে এক শ্রমিক মারা গেছেন। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মানবকণ্ঠ/আরএইচটি