• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    নওগাঁয় বাসের ছাদ থেকে পড়ে চালকের সহযোগীর মৃত্যু

    নওগাঁয় বাসের ছাদ থেকে পড়ে চালকের সহযোগীর মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৩ | ৮:৩৬ অপরাহ্ণ

    নওগাঁয় বাসের ছাদ থেকে পড়ে সিয়াম নামে এক বাসচালকের সহযোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের ঠ্যাংভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সিয়াম নওগাঁ সদর উপজেলার বাচারী গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম বাসচালকের সহযোগী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলে তাদের বাস শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বদলগাছীর দিকে যাচ্ছিল। বাসের ছাদে বসেছিলেন সিয়াম। বালুডাঙ্গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের ঠ্যাংভাঙ্গা মোড়ে বাসের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

    নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০