- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৩ | ৯:৫৭ অপরাহ্ণ
বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে দখলদার ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনিদের ভূখন্ড দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে ইসরায়েল। দিন দিন ইসরায়েলের পাশবিকতা ও ফিলিস্তিনিদের উপর নির্যাতন বেড়েই চলছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তার মতে, মুসলিম দেশগুলোর উচিত নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরায়েলের পাশবিকতার বিরুদ্ধে অবস্থান করা।
তেহরানে নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিচ রোববার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলোর জনগণ চায়- তাদের সরকারগুলো নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইসরায়েলের দখলদার সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কাজেই ইসরায়েলের পাশবিকতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার ও ঐক্যবদ্ধ হতে হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের পাশবিক হামলা বেড়ে গেছে। এর ফলে চলতি বছরের প্রথম সাড় তিন মাসেই প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদি সেনারা।
অপরদিকে তুর্কি রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিচ বলেন, ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। এ সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার চেষ্টা চালাবেন তিনি। এবং দুই দেশের পারস্পারিক সম্পর্ক উন্নয়নে আরো অনেক পদক্ষেপ নিবে দেশ দুটির সরকার।