• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মাঝ আকাশে দাউ দাউ করে জ্বলে উঠল যাত্রীবাহী বিমান

    মাঝ আকাশে দাউ দাউ করে জ্বলে উঠল যাত্রীবাহী বিমান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৩ | ৫:২৭ অপরাহ্ণ

    বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে নেপাল থেকে দুবাইগামী একটি ‘ফ্লাই দুবাই’ উড়োজাহাজের ইঞ্জিনে।

    সোমবার (২৪ এপ্রিল) সকালে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে উড়েছিল উড়োজাহাজটি। কিন্তু যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যেই উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুনের শিখা লক্ষ করা যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে।

    সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৫০ জন নেপালি যাত্রীসহ মোট ১৫০-রও বেশি যাত্রী ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, কাঠমান্ডুর আকাশে তারা উড়োজাহাজটিতে আগুন ধরতে দেখেন। সেই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে প্রকাশ্যে এসেছে।

    প্রাথমিকভাবে জানা গেছে যে, উড়োজাহাজটি বিমানবন্দরে জরুরি অবতরণ করার চেষ্টা করছিল। কোনও রকম বিপর্যয় রুখতে দমকলের ইঞ্জিনগুলিকেও তৈরি রাখা হয়েছিল।

    তবে নেপালের বেসামরিক উড়োজাহাজ পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজচালক কিছু সময়ের জন্য জ্বলন্ত ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং অন্য ইঞ্জিনের সাহায্যে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০