• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নতুন রেকর্ড গড়লেন পেপে

    নতুন রেকর্ড গড়লেন পেপে

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৩ | ৫:৫৫ অপরাহ্ণ

    শেষের শুরু করেছেন পর্তুগিজ তারকা পেপে। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবের জার্সিতে ২৩তম মৌসুম শেষের পথে রয়েছেন তিনি। এরই মধ্যে নতুন চুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নতুন রেকর্ড গড়লেন ৪০ বছর বয়সী এ ফুটবলার।

    পর্তুগালের ঘরোয়া ক্লাব পোর্তো। এ ক্লাবটির হয়ে দ্বিতীয় মেয়াদে পাঁচ মৌসুম ধরে পেশাদার ফুটবল খেলছেন পেপে। এবার পোর্তোর সঙ্গে নতুন চুক্তি করছেন পর্তুগিজ ডিফেন্ডার।

    সোমবার বিবৃতি দিয়ে পোর্তো জানিয়েছে, পেপের সঙ্গে চুক্তির মেয়াদ ১২ মাস বাড়ানো হবে। এতে ক্লাবটির জার্সিতে আরো এক মৌসুম খেলবেন তিনি।

    স্বদেশের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলেছেন পেপে। দুই মেয়াদে পোর্তোর হয়ে চারটি লিগসহ ১২টি শিরোপা জেতেন তিনি।

    এর আগে রিয়াল মাদ্রিদে ১০ বছরের অধ্যায়ে জিতেছেন তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। জাতীয় দল পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-১৯ নেশন্স লিগ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১