• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড

    ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৩ | ৭:৫৫ অপরাহ্ণ

    ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে আবারো হামলা চালানো হয়েছে। গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

    ‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে আসছে। সাইবার হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মোসাদের গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে।

    সাইবার হামলার শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকারের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট। হ্যাকার গ্রুপটি সাইবার হামলা চালানোর হুমকি দিয়ে জানিয়েছে, এটি একটি বড় হামলার শুরু মাত্র।

    উল্লেখ্য, এর আগেও ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ন বিমানবন্দর ও অধিকৃত অঞ্চলের অন্যান্য সংস্থা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০