• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২৩ | ৯:২৮ অপরাহ্ণ

    গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকার ভাড়া বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক তার বাবা-মা।

    নিহত যুবক আশরাফুল আলম (৩৩) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কানুহারী (করাচাপুর) গ্রামের ওমর ফারুকের ছেলে। টঙ্গীতে বসবাস করতেন আশরাফুল।

    জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, ওমর ফারুক স্ত্রীকে নিয়ে বাঘের বাজার এলাকার হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যানটাক্স পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। তার ছেলে আশরাফুল আলম টঙ্গী এলাকায় থাকতেন।

    তিনি আরও জানান, আশরাফুল নেশাগ্রস্ত ছিলেন। টঙ্গী থেকে প্রায়ই বাঘের বাজারে বাবা-মার কাছে এসে টাকা চাইতেন আশরাফুল। টাকা না দিলে বাবা-মাকে মারধর করতেন। শুক্রবার বাঘের বাজারে বাবার ভাড়া বাসায় যান আশরাফুল। এসময় টাকার জন্য তার মাকে মারধর করেন। শনিবার (৬ মে) সকাল থেকে তাদের ঘর তালা দেওয়া ছিল। সন্ধ্যা হলেও তারা না আসায় আশেপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ও জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় আশরাফুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থল থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ তার বাবা-মা। এ ঘটনায় জড়িত থাকতে পারেন তারা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১