- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মে ২০২৩ | ৩:১৫ অপরাহ্ণ
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ান। এরদোয়ানকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। দুই নেতা কথা বলার সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দেন।
ফোনালাপকালে হানিয়া বলেন, আমি নিশ্চিত যে ফিলিস্তিনি জাতির প্রতি এবং তাদের বৈধ অধিকারের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের দৃঢ় অবস্থান আগের মতোই অব্যাহত থাকবে। এরদোয়ানও টেলিফোনে অঅলাপকালে ইসমাইল হানিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ফিলিস্তিনি ভাইদের প্রতি এবং তাদের অধিকারের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের রান-অফ রাউন্ড গত রোববার অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রিসেফ তায়েফ এরদোয়ান ছয় দলীয় জোটের প্রার্থী কামাল কিলিচদারোলুর বিরুদ্ধে জয়ী হয়েছেন।