• আজ মঙ্গলবার
    • ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১লা সফর ১৪৪৭ হিজরি

    তারেক-জোবাইদার বিরুদ্ধে আরও পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ

    তারেক-জোবাইদার বিরুদ্ধে আরও পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুন ২০২৩ | ২:৫৩ অপরাহ্ণ

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও পাঁচ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন আদালতে।

    রবিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন।

    এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল সোমবার (৫ জুন) দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
    সাক্ষীরা হলেন ইন্টারন‍্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম‍্যান সেলিম ভূইয়া, ইন্টারন‍্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের ম‍্যানেজার একাউন্টস অ্যান্ড এডমিনিস্ট্রেশন মো. শহীদুল ইসলাম, ইন্টারন‍্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের সেলস ম‍্যানেজার এ কে এম হামিদুর রহমান, সোনালী ব্যাংকের ম‍্যানেজার খন্দকার সহিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার।

    সাক্ষ্যগ্রহণের সময় এজলাসের বাইরে অবস্থান নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন। তারা বিভিন্ন স্লোগান দেন। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, এ সরকারের আমলে কোনো সুবিচার হতে পারে না। নির্বাচনের আগে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে তারেক রহমান ও জোবাইদা রহমানকে হেয় করার একটা পাঁয়তারা করছে সরকার। এজন্য তড়িঘড়ি করে রায় দেওয়ার অপচেষ্টা হচ্ছে। এ প্রহসনের বিচার বন্ধের দাবি জানান তারা।

    দুদকের পাবলিক প্রসিকিউটর মাহামুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও ৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আগে মামলায় গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল।

    আইনজীবী ও আদালত সূত্র জানিয়েছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১