- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুন ২০২৩ | ৬:৪২ অপরাহ্ণ
গাজীপুরে এক পার্লার কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আদাবই এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রুবিনা খাতুন (২৮)। তিনি আদাবই এলাকার আব্দুস সালামের মেয়ে।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্বামী পরিত্যক্তা ওই নারী তার বাড়ির কাছে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গেই একটি কক্ষে তিনি রাতে থাকতেন। রোববার রাত ১০টার দিকে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।