- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুন ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ
চলতি সপ্তাহেই সৌদি আরবে ফের দূতাবাস চালু করতে যাচ্ছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।
মন্ত্রণালয়টির মুখপাত্র নাসের কানানি এই ঘোষণার বিষয়ে নিশ্চিত করেছেন।
নাসের বলেছেন, ‘আমরা চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি। রিয়াদে ইরানের দূতাবাস ও জেদ্দার সাধারণ কনস্যুলেট কার্যাল আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার ও বুধবার খুলে দেওয়া হবে।’
গত কয়েক মাস আগে থেকে ফের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে আলোচনা শুরু করে ইরান ও সৌদি আরব। এই আলোচনায় মধ্যস্থতা করে চীন।
চলতি বছরের মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে রাজি হয় রিয়াদ ও তেহরান।