- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুন ২০২৩ | ৩:৫১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়িতে এক বন্দুকধারীর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও তিনজন। পুলিশের বরাতে স্থানীয় সময় রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত আটটার দিকে জরুরি ফোন আসে পুলিশের কাছে। আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আনাপোলিস পুলিশ।
আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
অ্যানাপোলিসের মেয়র গ্যাভিন বাকলে বলেন, এটা যেকোনো জায়গায় ঘটতে পারে। বন্দুক দিয়ে কোনো কিছুর সমাধান হয় না।
প্রতিবেশীরা বলেছেন যে, তারা গুলির শব্দ শুনেছেন এবং একটি বাড়ির সামনে কয়েক ডজন লোককে দেখেছেন। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।