- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জুন ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ
ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহে গত দুই দিনে অন্তত ৩৪ জনে মৃত্যু হয়েছে। শনিবার এ তথ্য দিয়েছে রাজ্য প্রশাসন। এই অবস্থায় ৬০ বছরের বেশি বয়স্ক মানুষদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের দেওয়া তথ্য মতে, দাবদাহে মারা যাওয়া মানুষদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি।
নিহতদের অধিকাংশই বল্লাই জেলার। স্থানীয় প্রধান মেডিকেল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, এদের মধ্যে ২৩ জন মারা গেছেন বৃহস্পতিবার ও শুক্রবারে ১১ জন। অধিকাংশেরই মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়রিয়ায়।