• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ব্রাজিলকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইন যুবারা

    ব্রাজিলকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইন যুবারা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুন ২০২৩ | ৩:০৮ অপরাহ্ণ

    ফুটবলে সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার। জাতীয় দল থেকে বয়স ভিত্তিক দল—সবখানেই উড়ছে আর্জেন্টিনার জয়ের রথ। ধারাবাহিক শিরোপা জেতা আর্জেন্টিনা এবার অনূর্ধ্ব-১৭ দলও করল বাজিমাত। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে ব্রাজিলকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইন যুবারা।

    টুর্নামেন্টের ফাইনালে সেলেসাওদের ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই প্রথমবার ফুটসাল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল।

    অবশ্য এদিন ম্যাচের প্রথম গোলটি পায় ব্রাজিলই। ম্যাচের ১২তম মিনিটে লিড নিয়ে নেয় তারা। যা ধরে রাখে বিরতির আগ পর্যন্ত। তাতে মনে হয় ম্যাচ ব্রাজিলের পক্ষেই ছিল।

    কিন্তু বিরতির পরই পাল্টে যায় দৃশ্যপট। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জোড়া গোল করে শিরোপা নিজেদের করে নেয়। প্রথমে আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর শেষ বাঁশির পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল করে শিরোপা উৎসবে মাতে আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা।

    কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এ ছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০