• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নারী অ্যাশেজে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া

    নারী অ্যাশেজে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জুন ২০২৩ | ২:২৭ অপরাহ্ণ

    নারী অ্যাশেজের একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ট্রেন্টব্রিজে সমানে সমান লড়েছে দুই দল। তবে শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। ৮৯ রানের জয় পেয়েছে অজি নারী দল।

    ইংল্যান্ডের সামনে ছিল ২৬৮ রানের লক্ষ্য। সোমবার ৫ উইকেটে ১১৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংলিশরা। ড্যানি ওয়াট এবং কেট ক্রস ক্রিজে ছিলেন। ড্যানি ওয়াট লড়াকু ফিফটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন।

    তবে অন্য প্রান্তের ব্যাটাররা তাকে সেভাবে সাহায্য করতে পারেননি। মূলত অ্যাশ গার্ডনারের দুর্দান্ত বোলিংয়ে কুপোকাত হয়ে যান ইংলিশ ব্যাটাররা, দল গুটিয়ে যায় ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে অজি এই স্পিন বোলিং অলরাউন্ডার ২০ ওভার বল করে ৬৬ রান দিয়ে একাই শিকার করেন ৮ উইকেট। আর গোটা ম্যাচে তিনি ১৬৫ রান দিয়ে নিয়েছেন ১২টি উইকেট।
    ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

    একমাত্র টেস্টের পর এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ জুলাই আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১২ জুলাই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০