- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২৩ | ৫:৩০ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকা থেকে বুধবার ভোর রাতে অটোরিকশা ছিনতাইয়ের মূল হোতা আলহাজকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে আরো ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়ার বদু খন্দকারের ছেলে আলহাজ হোসেন, কালিয়াকৈর উপজেলার মেদুলিয়া এলাকার মেসির উদ্দিনের ছেলে হাশেম শিকদার, একই উপজেলার বামনদহ এলাকার সালমা আক্তার, জামালপুরের বকশীগঞ্জের আবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন, রংপুর মিঠাপুকুরের ইউসুফ আলীর ছেলে জেনারুল হক।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার ভোর রাতে উপজেলার তেলিরচালা এলাকা থেকে ছিনতাইয়ের মূল হোতা আলহাজকে গ্রেফতার করে। আসামির দেওয়া তথ্য মতে পুলিশ অভিযান করে ছিনতাইকারীর বাকি ৪জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার ভোরে গাজীপুরের বাসন এলাকা থেকে অটো রিক্সাটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আকবর আলী খাঁন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/আরএইচটি
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |