• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ন্যাটোর সদস্য পদ ইউক্রেনের‌ ‌‘প্রাপ্য’: এরদোয়ান

    ন্যাটোর সদস্য পদ ইউক্রেনের‌ ‌‘প্রাপ্য’: এরদোয়ান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুলাই ২০২৩ | ৬:৪৯ অপরাহ্ণ

    ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়া ইচ্ছাকে সমর্থন করে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে।

    তবে রাশিয়ার সাথে সংঘাত নিরসণে শান্তিপূর্ণ পথে হাঁটার আহ্বান জানিয়েছেন এরদোয়ান।

    শনিবার সকালে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ প্রাপ্য।’ সাথে এরদোয়ান বলেছেন, দুই পক্ষেরই ফের শান্তি আলোচনায় ফেরা উচিত। তিনি বলেন, ‘ন্যায্য শান্তির পথে কেউ হারে না।’

    ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সমর্থন জ্ঞাপন করায় এরদোয়ানকে ধন্যবাদ দিয়েছেন জেলেনস্কি। আগামী মঙ্গলবার লিথুনিয়ায় শুরু হবে ন্যাটো সম্মেলন।

    টুইটে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের ভূখণ্ডগত মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানানোয় আমি কৃতজ্ঞ। শান্তি ফর্মুলা আমাদের দেশ, মানুষ ও স্বার্থ রক্ষা করবে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১