- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুলাই ২০২৩ | ৫:৪৪ অপরাহ্ণ
বুধবার বিকেলে নয়াপল্টনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণার সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বিষয় একটাই, আপনারা দিনক্ষণ ঠিক করে বিদায় নিবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দিবো? আপনাকে যেতেই হবে। যাওয়া ছাড়া অন্য কোন বিকল্প নাই। যাবেন কোথায়? ভারত মেসেজ দিয়ে দিয়েছে তারা আপনার সাথে নাই। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন আপনার সাথে নাই। বাংলাদেশের জনগণ আপনার সাথে নাই। আপনার সাথে আছেটা কে? আপনার মন্ত্রীরা নিজে নিজেই সুটকেস গোছানো শুরু করে দিয়েছে।
শেখ হাসিনার উদ্দেশে তিনি আরও বলেন, আপনি ইলেকশন ইলেকশন করছেন। আপনি নিজেই তো দাঁড়াতে পারছেন না। আপনার অধীনে কোন নির্বাচন হবে না। আপনি বিএনপিকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই। ছাত্রদল যুবদল অঙ্গসংগঠনকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই। তারা নীরব থাকে। যদি একবার জ্বলে ওঠে তাহলে স্বৈরাচারীর পতন নিশ্চিত হয়ে পড়ে। তাদের কাছে স্বৈরাচারী এরশাদ টিকতে পারে নাই আপনিও পারবেন না।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন, এই আন্দোলন সফল হতে হবে। কোনভাবে পিছুটান নেয়া যাবে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান প্রমুখ।