- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জুলাই ২০২৩ | ৫:৩৬ অপরাহ্ণ
টানা তিন রাত ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরের এই হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ভোরে বলেছেন, বিস্ফোরণের পরে রাজধানী শহরের সোলোমায়ানস্কি, শেভচেনকিভস্কি, পোদিলস্কি এবং দ্রান্তস্কি জেলায় জরুরি পরিষেবাগুলো কাজ করছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিটসকো বলেন, হামলায় পোদিলস্কি জেলায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড হয়েছে। সেখান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন বৃহস্পতিবার বলেছে, রাশিয়ান ড্রোনের ধ্বংসাবশেষ ইউক্রেনের রাজধানীর কেন্দ্রে সোলোমায়ানস্কি জেলায় আঘাত করেছে। এতে কমপক্ষে দুইজন আহত হয়েছেন।
কিয়েভ সামরিক প্রশাসনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, উঁচু ভবনের একটি ঘরের দেয়ালের কিছু অংশ উড়িয়ে দেয়া হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানিয়েছেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। তিনি এটিকে গণ হামলা হিসেবে বর্ণনা করেছেন।