• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইউরোপে তীব্র তাপপ্রবাহ, ১০ শহরে রেড অ্যালার্ট

    ইউরোপে তীব্র তাপপ্রবাহ, ১০ শহরে রেড অ্যালার্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জুলাই ২০২৩ | ৮:৪৪ অপরাহ্ণ

    ইউরোপের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বেশ কিছু দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে করে গরমে নাকাল হয়ে উঠেছে জনজীবন। আগামী দিনে তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি নিউজ।

    প্রতিবেদনে বলা হয়, স্পেন, ফ্রান্স, গ্রীস, ক্রোয়েশিয়া এবং তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

    ইউরোপের দেশ ইতালিতে তাপমাত্রা ৪৮ ডিগ্রির উপরে পর্যন্ত পৌঁছতে পারে বলছে কর্তৃপক্ষ। রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ দেশটির ১০টি শহরে রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয়েছে।

    এদিকে মঙ্গলবার, উত্তর ইতালিতে তীব্র গরমে মৃত্যু হয়েছে ৪৪ বছর বয়সের এক শ্রমিকের। ইতালীয় মিডিয়া জানিয়েছে যে এই শ্রমিক গরমের মধ্যে মিলানের কাছে লোদি শহরে জেব্রা ক্রসিং লাইন পেইন্টিং করছিলেন। হঠাৎ করেই রাস্তায় ঢলে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে পরে তার মৃত্যু হয়।

    রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ ব্যক্তিসহ দেশটির বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

    আগামী কয়েকদিন আবহাওয়ার চরম পরিস্থিতি বিরাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি এই পরিস্থিতিকে সেরবেরাস হিটওয়েভ নামকরণ করেছে। নরকের তিন মাথার একটি দানবের নামানুসারে এই নামকরণ করা হয়।

    আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণ ইউরোপজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। এর আগে ২০২১ সালের আগস্টে সিসিলি দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (১১৯ দশমিক ৮ ফারেনহাইট) রেকর্ড হয়।

    গত বছর গরমের কারণে ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আশঙ্কা হচ্ছে, এই তাপপ্রবাহ এই গ্রীষ্মে এর চেয়েও বেশি মৃত্যুর কারণ হতে পারে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১