• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ভোট রাতে করতে প্রশাসন সাজাচ্ছে সরকার: দুলু

    ভোট রাতে করতে প্রশাসন সাজাচ্ছে সরকার: দুলু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জুলাই ২০২৩ | ৩:৫৯ অপরাহ্ণ

    বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে করতে প্রশাসন সাজাচ্ছে সরকার। বিভাগীয় পদযাত্রা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। সোমবার সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    দুলু বলেন, আমরা আন্দোলন করছি, মিছিল করছি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। সরকার আবার নতুন করে আগামী দিনে কী করে ক্ষমতায় থাকা যায়, তার জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, বিভিন্ন বিভাগের ডিআইজি, পুলিশ সুপার, বিভিন্ন ইউএনও প্রশাসনের কর্মকর্তাদের নতুন করে পদায়ন করা হচ্ছে, নিয়োগ করা হচ্ছে। তার মানে, তারা আগামী সংসদ নির্বাচনের আগে তাদের লোককে নিয়োগ দিয়ে ২০১৮ সালে মতো দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় বসতে চায়।

    সভায় বিএনপির সহ-সভাপতি ডা. এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথি ছিলেন। এতে বিভাগের সবগুলো জেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা অংশ নেন। প্রস্তুতি সভায় ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, পদযাত্রায় জনতার ঢল নামছে। এর মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা হবে।

    মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ।

    আগামী ২৮ জুলাই রাজশাহীতে বিএনপির পদযাত্রা। এতে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা আছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১