• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    লোহিত সাগরে যুদ্ধাজাহাজ নিয়ে হাজারো মার্কিন সেনা

    লোহিত সাগরে যুদ্ধাজাহাজ নিয়ে হাজারো মার্কিন সেনা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ আগস্ট ২০২৩ | ১:০১ অপরাহ্ণ

    যুদ্ধাজাহাজ নিয়ে লোহিত সাগরের এসেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার নৌ সেনা। তেহরান পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তেলবাহী ট্যাংকার ও জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র সেখানে নিজেদের উপস্থিত বাড়ানোর ঘোষণা দেয়।

    এর অংশ হিসেবে মার্কিন সেনারা লোহিত সাগরে এসেছে।

    মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই সোমবার জানিয়েছে, লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ নিয়ে ৩ হাজার মার্কিন সেনা এসেছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের হুমকির কারণে বাণিজ্যিক জাহাজে অস্ত্রধারী সেনা মোতায়েন করবে তারা।

    যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান বলেছে তারা এই অঞ্চলে স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি কখনো নিরাপত্তা সৃষ্টি করেনি। এখানে তাদের হস্তক্ষেপ সবসময় অস্থিতিশীলতা ও অনিরাপত্তা বৃদ্ধি করেছে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০