• আজ সোমবার
    • ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ৭১ ও সময় টিভির টকশো সাময়িক বর্জন বিএনপির

    ৭১ ও সময় টিভির টকশো সাময়িক বর্জন বিএনপির

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ আগস্ট ২০২৩ | ১:১০ অপরাহ্ণ

    ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িক বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গণমাধ্যমকে দলের এ সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে।

    ‘এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো ও চ্যানেল তখন দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে।’

    তিনি আরো বলেন, ৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১