- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২৩ | ২:৫৫ অপরাহ্ণ
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের হামলায় ২৩ সিরীয় সেনা নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।
সংঘাতপূর্ণ এ দেশে এমন ভয়াবহ হামলার ঘটনায় সরকার ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের দায়ী করেছে। শুক্রবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস সদস্যরা বৃহস্পতিবার দিয়ার ইজোর প্রদেশে একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সৈন্য নিহত ও আরো ১০ জন আহত হয়।